Wednesday, April 20, 2022

সংগীত শিল্পী সুবিনয়পুত্র সুরঞ্জন রায়ের হাত ধরে প্রকাশিত হলো মৌমিতা পালিতের রবীন্দ্রসংগীত সিডি "কোন অচিনপুরে"


প্রতিবেদন : কেকা মিত্র

সম্প্রতি সংগীত শিল্পী মৌমিতা পালিতের প্রথম রবীন্দ্র সংগীতের এলবাম "কোন অচিনপুরের" সিডি প্রকাশ করলেন প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সুবিনয় রায়ের ছেলে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুরঞ্জন রায়। সঙ্গে ছিলেন হিন্দুস্তানী ক্লাসিকাল শিল্পী পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়, দক্ষিণী র প্রধান ও রবীন্দ্রসংগীত শিল্পীদেবাশীষ রায় চৌধুরী, আবৃত্তিকার মধুমিতা বসু, স্টুডিও পিয়ানি সিমো র কর্ণধার দেবাশীষ সাহা। এই বিশিষ্টজনেদের মতে বহুদিন বাদে এই রকম সিডি আকারে রবীন্দ্রসংগীত এর এলবাম প্রকাশিত হলো।  গানের ভূয়সী প্রশংসা করেন সকলে। 



"কোন অচিনপুরে" এই সিডিতে রয়েছে শিল্পীর গাওয়া ১২ টি গান। তার কণ্ঠে ভালো লাগে শুনতে "ওদের সাথে মেলাও", "আমারে তুমি অশেষ করেছ", "এত আনন্দধনী", "ওগো তুমি পঞ্চদশী", "আমার খেলা যখন ছিলো", "দূরে কোথায় দূরে দূরে" প্রমুখ গানগুলি। শিল্পী মৌমিতা ক্লাসিক্যাল শিখেছেন আগ্রা ঘরানার পন্ডিত যসপাল, সুবোধ পরদকার ও প্রয়াত পন্ডিত নাথ নিরলকর এর কাছে। রবীন্দ্রসংগীত শিখেছেন ডঃ চিত্রলেখা চৌধুরীর কাছে। বর্তমানে ক্লাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নিচ্ছেন পন্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সুরঞ্জন রায় এর কাছে। এইদিন সিডি উদ্বোধনের পর শিল্পী মৌমিতা পালিত সিডির কিছু গান গেয়ে শোনান।  অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু।

No comments:

Post a Comment

Thanks for your comment. Feel free to contact for any queries, suggestions or any proposal.